বর্ষশেষের উৎসবের আঁচ পড়েছে গোটা দেশেই। দেশের সব অংশেই চলছে বর্ষবরণের আনন্দে মাতোয়ারা হওয়ার উদযাপন। সতর্ক পুলিশ ও প্রশাসন। নিয়মশৃঙ্খলার অবনতি যাতে কোনওভাবে না হয় তার দিকেও সজাগ দৃষ্টি রাখছে তারা। গত ২ বছর কোভিডের কারণে ভিড় নিয়ে নিষেধাজ্ঞা ছিল বহু রকমের। এই বছর সেই সব নেই। তবে, তার জন্য বর্ষশেষের উৎসবে মেতে ওঠা মানুষগুলো কোনওভাবে নিয়মভঙ্গ না করতে পারে, সেই চেষ্টায় সর্বদা ব্রতী প্রশাসন ও পুলিশ।
কলকাতা, দিল্লি, চেন্নাই, নয়ডা, মুম্বই, বেঙ্গালুরু, প্রতিটি শহরেই ট্র্যাফিক আইন কঠোরভাবে অনুসরণ করা হবে। প্রতি বছরই বর্ষশেষের রাতে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ ওঠে। মত্ত হয়ে গাড়ি চালানোরও অভিযোগ ওঠে।
ব্রেথ অ্যানালাইজার দিয়ে গাড়ি চালকদের পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।