পাশে থেকেও, পাশে নেই। কারণ আদানিকাণ্ডে ইডি তদন্তের দাবিতে সোচ্চার তৃণমূল কংগ্রেস। অথচ বুধবার দিল্লির রাজপথে ১৮টি বিরোধী দলের মিছিলে গড়হাজির বাংলার শাসক দল। এই ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দাবি করল রাজনৈতিক মহল। দিল্লিতে ইডির অফিস ঘেরাও করতে এদিন একজোট হয়েছিল বাকি বিরোধী দলগুলি।
তবে ১৪৪ ধারা ভেঙে বেশিদূর যেতে পারেনি বিরোধীদের এই মিছিল। বিজয়চকের কাছে তাদের আটকে দেয় দিল্লি পুলিশ। পুলিশ জানিয়ে দেয়, ১৪৪ ধারা ভেঙে এর থেকে বেশি আর দূর যাওয়া যাবে না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করার জন্য তারা ইডির ডিরেক্টরের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ বিজয়চকে তাদের আটকে দিল।
এই ঘটনার জের পরে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে। সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় দিনের কাজ।