হাওয়ালা-কাণ্ডে ধৃত আপের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) পাশেই দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কয়েকঘণ্টা জেরার পর কেন্দ্রীয় সংস্থা ইডি সোমবার তাঁকে গ্রেফতার করে।
মঙ্গলবারই বিষয়টি নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল। তিনি বলেন, "মামলাটি সম্পূর্ণ জাল ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।" এরপরই বিজেপি ও কংগ্রেস মন্ত্রিসভা থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি তোলে। কেজরিওয়াল জানান, রাজনৈতিকভাবে সত্যেন্দ্রের পাশেই দাঁড়াবে আম আদমি পার্টি (Aam Admi Party)।
আরও পড়ুন: কাশ্মিরী পণ্ডিত, টেলিভিশন অভিনেত্রীর পর এবার জঙ্গিদের গুলিতে নিহত মহিলা শিক্ষক
এদিন কেজরিওয়াল জানান, সত্যেন্দ্রর বিরুদ্ধে ইডির দায়ের করা মামলা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত চলতি মাসে পঞ্জাবের আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তারপরই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। গত জানুয়ারি মাসে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগে সত্যেন্দ্র ও তাঁর স্ত্রী ইন্দু, কয়েকজন আত্মীয়ের বাড়ি তল্লাশি চালায় ইডি। কলকাতায় কয়েকটি ব্যবসায়িক সংস্থার দফতরও ছিল। সে সময় ৪ কোটি ৮১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল।
এদিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে আদালতে তোলা হয়। তাঁকে ৯ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডি জানিয়েছে, ২০১৫-১৬ সাল নাগাদ কলকাতার একটি সংস্থার মাধ্যমে হাওয়ালা কান্ড করেন সত্যেন্দ্র জৈন। এরসঙ্গে আপ সরকারও যুক্ত বলে অভিযোগ।