প্রত্যাশিত ভাবে উত্তরপ্রদেশ (Uttarpradesh), উত্তরাখণ্ড (Uttarakhand) থেকে মণিপুর (Manipur) বইতে পারে গেরুয়া ঝড়। সোমবার সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের ভোটের বুথ ফেরত সমীক্ষায় (Exit poll) দাবি, গোয়ায় (Goa) হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি (Bjp) ও কংগ্রেসের (Congress)। সোমবার শেষ হয়েছে পাঁচ রাজ্যের ভোট। ভোট মিটতেই অধিকাংশ জাতীয় টেলিভিশন চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, তিন রাজ্যে ফের মসনদে ফিরতে পারে বিজেপি (Bjp)। বিশেষ করে উত্তরপ্রদেশের ক্ষেত্রে যতই সরকার বিরোধী হাওয়া থাকুক না কেন অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, লখনউয়ের মসনদে ফিরতে চলেছেন যোগী আদিত্যনাথই (Yogi Adityanath)। এমনকী, উত্তরাখণ্ড, এবং মণিপুরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের মসনদেও বিজেপিকেই চায় অধিকাংশ ভোটার। এর পাশাপাশি চমকের নাম পাঞ্জাব (Punjub)। এই প্রথম সেখানে কংগ্রসকে হটিয়ে ঝড় তুলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aap)। একইসঙ্গে বুথ ফেরত সমীক্ষা থেকে ইঙ্গিত, এই পাঁচ রাজ্যের ভোটে গোয়াতে খাতা খুলতে পারে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (Tmc)।
পাঁচ বছর আগে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় তিনশোর বেশি আসন নিয়ে মসনদ দখল করেছিল বিজেপি। এবারও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত একমাসে উত্তরপ্রদেশ চষে বিজেপির কেন্দ্রীয় নেতারা দাবি করেছিলেন এবারও তিনশো পার। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় এবার বিজেপিকে প্রায় সবাই ২৩০ থেকে ২৯৪ পর্যন্ত আসনের মধ্যেই আটকে রেখেছে। এবিপি সি-ভোটারের দাবি, এবারের ভোটে রাজ্যে ২২৮ থেকে ২৪৪ আসন পেতে পারে বিজেপি। ইন্ডিয়া টিভি সিএনএক্সের দাবি, বিজেপির আসন হতে পারে ২৪০ থেকে ২৫০। আর নিউজ টোয়েন্টি ফোর টুডেস চাণক্যর আভাস ২৯৪ আসনে জিততে পারে বিজেপি।
৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় গত পাঁচ বছরে চারবার মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। ২০২১ সালে করোনার মধ্যে কুম্ভমেলা করতে গিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছিল রাজ্যের বিজেপি সরকারকে। কিন্তু এদিন টাইমস নাও ভেটোর বুথ ফেরত সমীক্ষায় দাবি, বিজেপি পেতে পারে ৩৭টি আসন। কংগ্রেস ৩১, আপ ১ এবং অন্যান্যরা একটি করে আসন পাওয়ার ইঙ্গিত মিলেছে। উত্তরাখণ্ডে বিজেপিকে অনেকটাই এগিয়ে রেখেছে রিপাবলিক পিএমএআরকিউয়ের বুথ ফেরত সমীক্ষা। তাদের দাবি, ৩৫ থেকে ৩৯টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ২৮ থেকে ৩৪টি আসন।
ভোটের আগে থেকে পাঞ্জাবে কংগ্রেসে ফাটল দীর্ঘ হয়েছিল। দল থেকে ভোটের আগে নতুন দল তৈরি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং। যার প্রভাব ভোটেও পড়েছে বলে দাবি একাধিক বুথ ফেরত সমীক্ষায়। ১১৭ আসনের রাজ্য বিধানসভায় রিপাবলিক পিএমএআরকিউয়ের বুথ ফেরত সমীক্ষায় দাবি, কমপক্ষে ৬২ থেকে ৭০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাবে আপকে এগিয়ে রেখেছে আজ তক মাই এক্সিস ইন্ডিয়াও। তাদের বুথ ফেরত সমীক্ষায় দাবি, রাজ্যে আপের ঝুলি ভরতে পারে ৭৬ থেকে ৯০ আসন পেয়ে। এবিপি সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস, আপ পেতে পারে ৫১ থেকে ৬১ আসন।
পাঞ্জাবকে বাদ দিলে গোয়াতেও ধাক্কা খেতে পারে মসনদ জয়ে গেরুয়া স্বপ্ন। ভোটের আগে প্রার্থী নিয়ে যে রাজ্যে সবচেয়ে বেশি দলাদলি চোখে পড়েছিল, তার নাম গোয়া। বিরোধীদের অভিযোগ পাঁচ বছর আগে এই রাজ্যে অনৈতিক ভাবে ক্ষমতা দখল করেছিল গেরুয়া শিবির। এবার তার ফল ভোগ করতে হবে। টাইমস নাও ও রিপাবলিকের মতো দুটি জাতীয় টেলিভিশনের বুথ ফেরত সমীক্ষায় বেশ বেকায়দায় বিজেপি। একমাত্র ইন্ডিয়া টিভি সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, ৪০ আসনের গোয়া বিধানসভায় সরকার গঠন করতে পারে বিজেপি। এই টেলিভিশনের বুথ ফেরত সমীক্ষাতেই উঠে এসেছে রাজ্যে এক থেকে দুটি আসনে জিতে খাতা খুলতে পারে তৃণমূল কংগ্রেস। গোয়ায় ফের বিজেপি সরকার। বুথ ফেরত সমীক্ষার আভাস উড়িয়ে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের।