গুজরাত দাঙ্গার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) ক্লিনচিট দেওয়ার পরই মুম্বই থেকে সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়কে (Teesta Setalvad) আটক গুজরাতের সন্ত্রাস দমন বাহিনীর। গ্রেফতার করা হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা আর বি শ্রীকুমারকেও। তিস্তার বিরুদ্ধে NGO সংক্রান্ত জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
গুজরাত দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। জাকিয়াকে সমর্থন করেছিলেন সমাজকর্মী তিস্তা শেতালওয়াড়। গুজরাত দাঙ্গার নেপথ্যে ষড়যন্ত্র আছে, তা নিয়ে আদালতে আবেদন করেন জাকিয়ার আইনজীবী কপিল সিব্বল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শনিবার তিস্তাকে গ্রেফতার করে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে আমেদাবাদে নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন: ভরা ক্লাসেই শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের, উত্তরপ্রদেশে নিন্দার ঝড়
ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিস্তাকে নিয়ে মুখ খুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায়ে একজন পুলিশ অফিসার, একটি NGO এবং কিছু রাজনৈতিক ব্যক্তি ও সংস্থার নাম আছে। রায়েই স্পষ্ট তিন পক্ষ মিলে বিষয়টি বড় করে দেখানোর চেষ্টা করছিল।