বুধবার নির্বিঘ্নে শেষ কর্নাটক বিধানসভা নির্বাচন। গত চার দশকের ধারা অনুযায়ী, ফের ক্ষমতাবদল হতে পারে বিধানসভায়। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ত্রিশঙ্কুর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শনিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।
রিপাবলিক-PMARQ বুথফেরত সমীক্ষায় বলছে কংগ্রেস ৯৪ থেকে ১০৮টি আসন পাবে। বিজেপি পাবে ৮৫-১০০টি আসন। জেডিএস পাবে ২৪-৩২টি আসন। এশিয়ানেট নিউজ ও জন কি বাতের সমীক্ষায় এগিয়ে বিজেপি। ৯৪-১১৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে পারে ভারতীয় জনতা পার্টি। জি-নিউজ ও মাট্রিজের সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। ১০৯-১১৮টি আসন পেতে পারে তাঁরা।
এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষায় এগিয়ে কংগ্রেস। ৮১-১০১টি আসন পেতে পারে কংগ্রেস। নিউজ নেশন-সিজিএস সমীক্ষায় এগিয়ে বিজেপি। ১১৪টি আসন পেতে পারে তাঁরা। কংগ্রেস পাবে৮৬টি আসন।