বুধবার দলের দায়িত্ব নেবেন কংগ্রেসের নতুন নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগেই নির্বাচিত হয়েছিলেন। এবার আনুষ্ঠানিক ভাবে শীর্ষ পদের দায়িত্ব নেবেন খাড়গে।
পূর্বসূরি সনিয়া গান্ধী যখন কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলেন, তখনও দলের অবস্থা ভাল ছিল না। সালটা ১৯৯৮। কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের দায়িত্ব তুলে দেয় সনিয়ার হাতে। সেই সময় মাত্র ৩ রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস। সংসদে ছিল ১৪১ জন সদস্য। এখন পরিস্থিতি আরও আলাদা। গত দুটি লোকসভা নির্বাচনে ষাটের গণ্ডিও পার করতে পারেনি কংগ্রেস। এবার সব ঠিকঠাক থাকলে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বেই ২০২৪ নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। যা দলিত ও অনগ্রসর শ্রেণির ভোট ফিরে পাওয়ায় কংগ্রেসকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বাড়ি থেকে ৩০ ফুটের মধ্যেই চিতাবাঘের আক্রমণে মুম্বইতে দেড় বছরের শিশুর মৃত্যু
লোকসভা ভোটের আগে হিমাচল প্রদেশ, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদশেষ ছত্তিশগড়, রাজস্থান, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সব রাজ্যের ভোট থেকেই দলকে ঐক্যবদ্ধ রাখাই প্রথম দিন থেকে মূল উদ্দেশ্য হবে খাড়গের।