দু'দিনের ওড়িশা সফরে গিয়ে বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা-মাটি-মানুষের নামে তিনি এদিন প্রভু জগন্নাথের কাছে পুজো দেন বলেই খবর। পাশাপাশি, বুধবার পুরীতে ‘বাংলা নিবাস’-এর জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন মমতা। এমনকি, ওড়িশা সফর শেষে মন্দির-চূড়ায় লাগানো ধ্বজা সঙ্গে নিয়ে রাজ্যে ফিরবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন তাঁর হাতে জগন্নাথদেবের মূর্তি এবং ছবি তুলে দেন মন্দির কর্তৃপক্ষ।
দু'দিনের ওড়িশা সফরের গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সফরের প্রথমদিনই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। তাঁর আগেই বাংলা নিবাসের জন্য জমি পছন্দ করেন। তবে, ওড়িশা সরকার জমি দিলেও ঠিক কতটা জমি নেওয়া হবে, কত বড় নিবাস বানানো হবে সে কথা জানানো হয়্যনি।
ওড়িশা সরকার নিউ পুরী এলাকায় বিভিন্ন রাজ্যেকে নিবাস বানানোর জন্য জমি লিজ দিচ্ছে। মোট ৯৯ বছরের জন্য রাজ্যগুলি এই জমি লিজে পাবে। এই রাজ্যগুলির তালিকায় বাংলাও রয়েছে।