বিদায়কালে প্রাক্তন উপরাষ্ট্রপতি (Vice President Of India) ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে প্রায় ২০ মিনিট বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাজ আগামী প্রজন্মকে প্রেরণা। প্রধানমন্ত্রীর ভাষণের পর চোখে জল ভেঙ্কাইয়া নাইডুর (Venkaiah Naidu)।
এদিন প্রধানমন্ত্রী বলেন, "আপনি এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা উচ্চকক্ষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সচিবালয়ের কাজের গতি ও ছন্দ আনার জন্য একটি সমিতি গঠন করেছেন আপনি। রাজ্যসভার কাজে গতি এনেছেন। তথ্য প্রযুক্তিকে (Information Technology) আরও গুরুত্ব দিয়েছেন আপনি। কাগজ ছাড়া কাজের জন্য ই-অফিস সিস্টেম (E-Office System) চালু করা। আপনার এমন অনেক কাজ আছে, যার মাধ্যমে সংসদের সম্মান অনেক বেড়েছে।"
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডল, তৃণমূল নেতার সিবিআই হাজিরা নিয়ে জল্পনা
উপরাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আজ আপনাকে বিদায় জানাতে সংসদের সব সদস্য একসঙ্গে উপস্থিত হয়েছেন।এটাই আমাদের গণতন্ত্রের সৌন্দর্য্য। এই সংসদে প্রত্যেকের মনে আপনার জন্য সম্মান আছে। আপনার কাজ, আপনার ভাবনা আগামী দিনে সবাইকে প্রেরণা দেবে, এই কামনা করি। আপনি যেভাবে সংসদ চালিয়েছেন, তা পাথেয় হয়ে থাকবে। আপনি যা শুরু করে গিয়েছেন, তা সংসদ ভবন আগামী দিনেও মেনে চলবে।"