আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার দিল্লিতে ইডির দফতরে প্রায় আড়াই ঘণ্টা জেরার মুখোমুখি হলেন রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে এদিন জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা।
এদিন সকাল ১১টার সময় ইডি দফতরে যান রাহুল গান্ধী। আকবর রোডে কংগ্রেস অফিস থেকে বিরাট কনভয় নিয়ে ইডি দফতরে যান তিনি। কনভয়ে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ বাঘেল। এই প্রথম কোনও মামলায় ইডি দফতরে হাজিরা দিতে ডাকা হয় রাহুল গান্ধীকে। অ্যাসিট্যান্ট ডিরেক্টর ব়্যাঙ্কের জনৈক আধিকারিক এদিন রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন। জানা গিয়েছে, জেরার সময় উপস্থিত ছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টরও।
আরও পড়ুন: নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের, ২০ জুনের মধ্যে হাজিরার নির্দেশ
উল্লেখ্য, কংগ্রেসের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা ছিল। যাদের নামে ছিল ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিকানা। এই সংস্থায় আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এই মামলায় সোনিয়া গান্ধীকেও জেরা করার জন্য তলব করেছে ইডি। ২৩ জুনের মধ্যে কংগ্রেস নেত্রীকে তলব করেছেন ইডি আধিকারিকরা। যদিও সোনিয়া গান্ধী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।