Suvendu Adhikari: দিল্লিতে অমিতের সঙ্গে কথা, ১০০ তৃণমূল নেতার নাম জমা দেওয়ার দাবি শুভেন্দুর

Updated : Aug 09, 2022 16:52
|
Editorji News Desk

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পরই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় নন, চাকরি দুর্নীতি-কাণ্ডে তৃণমূলের আরও অনেকেই যুক্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০০ জনের বেশি তৃণমূল নেতা-নেত্রীর নামের তালিকাও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই তালিকায় বেশ কিছু তৃণমূলের মন্ত্রী, সাংসদ ও বিধায়কের নাম আছে বলে জানান তিনি।

এই সপ্তাহেই দিল্লি যাওয়ার কথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয় তাঁদের। অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন না আর কোনও নেতাও। বৈঠকের পর শুভেন্দু টুইট করে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। একই সঙ্গে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের অনুরোধও জানিয়েছেন তিনি।    

আরও পড়ুন: অর্পিতার নেল আর্ট পার্লারে হানা ইডির, শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি তদন্তকারীদের

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেন, "১০০-র বেশি বিধায়ক ও তৃণমূলের তোলাবাজের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি। যারা গোটা বাংলায় টাকা তোলার ব়্যাকেট চালায়। পুলিশের নিরাপত্তা নিয়ে গ্রিন করিডর বানিয়ে ভাইপোর বাড়ি ও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়েছেন। অমিত শাহ আমাকে কথা দিয়েছেন, এই দুর্নীতির পূর্ণ তদন্ত হবে।" যদিও শুভেন্দুর আক্রমণ নিয়ে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, সেটা কি ওর দলের লোক জানেন! রাজ্য সভাপতি বা প্রাক্তন রাজ্য সভাপতি কি জানেন! এখানে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। 

BJPssc scamAmit ShahSuvendu Adhikari

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে