জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় (Jahangirpuri Violence) অভিযুক্ত আনসার শেখের (Ansar Sheikh) সঙ্গে ঘনিষ্ঠ যোগ আছে বিজেপির। সোশাল মিডিয়ায় গোপন ছবি প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস (TMC)। ছবি পোস্ট করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), ইন্দ্রনীল সেন, সুজিত বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। দিল্লিতে বিজেপির প্রচারের অনেক ছবিতেই দেখা গিয়েছে আনসারকে।
এদিন টুইটারে পার্থ চট্টোপাধ্যায় লেখেন, "আমাদের লক্ষ্য হওয়া উচিত, আইনের পথে চলা। অপরাধীদের অবশ্যই যেন শাস্তি হয়। এখানে দেখাই যাচ্ছে বিজেপির কতটা ঘনিষ্ঠ এই আনসার।" এদিকে টুইটারে ছবি পোস্ট করেন ইন্দ্রনীল সেনও। তিনি লেখেন, "আনসারদের আশ্রয় দেয় বিজেপি। মোদী-শাহ জুটির মন রাখতে কী ধরনের আবর্জনা জড়ো করা হচ্ছে।"
আরও পড়ুন: নামখানা ধর্ষণ-কাণ্ডের তদন্তের নজরদারির দায়িত্বেও দময়ন্তী সেন, জানাল হাই কোর্ট
এদিকে জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনা নিয়ে বৃহস্পতিবারই মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, দিল্লি হামলায় ধৃত আনসার গতবছর তাঁর গাড়িতে হামলা করেছিল। দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় মূল অভিযুক্ত আনসার শেখের হলদিয়ায় যাতায়াত আছে বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।