কেন্দ্রের আশ্বাস পেয়ে অবশেষে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত কুস্তিগিরদের। বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
বুধবার বৈঠকে কেন্দ্র আশ্বাস দেয়, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হবে। এই আশ্বাস পাওয়ার পর সাক্ষীরা জানিয়েছেন, ততদিন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হবে।
এর আগে হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন কুস্তিগিররা। পদক বিসর্জন না দিলেও কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা দেন তাঁরা।