আজ, ১০ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হল প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার কর্মসূচি । ১৮ বছরের উর্ধ্বদের প্রিকশন ডোজ দেওয়া হচ্ছে । বেসরকারি কেন্দ্র বা হাসপাতালগুলিতেই মিলছে বুস্টার ডোজ ।
শুক্রবারই ১৮ ঊর্ধ্বদের জন্য প্রিকশন ডোজ (Precaution Dose)দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র । যাঁরা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন'মাস কেটে গিয়েছে, তাঁরা 'প্রিকশন ডোজ' বা বুস্টার ডোজ নিতে পারবেন ।
এদিকে, বুস্টার ডোজ শুরু হওয়ার আগেই দাম কমেছে ভ্যাকসিনের । শনিবারই ভ্যাকসিনের নতুন দাম ধার্য করা হয়েছে । আদর পুনাওয়ালার (Adar Poonawalla) ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের (Covishield) নতুন দাম হয়েছে ২২৫ টাকা । যা আগে ছিল ৬০০ টাকা । এ প্রসঙ্গে সেরাম কর্তা জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত ।
শুধু কোভিশিল্ড নয়, দাম কমেছে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনের। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের (Covaxin Price) দাম ছিল ১২০০ টাকা । বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা । ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন ।
আরও পড়ুন, Covid-19 Treatment : করোনা চিকিৎসায় নতুন উদ্যোগ, ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের
প্রাপ্তবয়স্কদের প্রিকশন ডোজ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আদর পুণাওয়ালা । তিনি জানিয়েছেন, প্রিকশন ডোজ ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করবে এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, এই প্রিকশন ডোজ খুব সাহায্য করবে । তাছাড়া, তিনি জানিয়েছিলেন সংস্থার কাছে ২০০ মিলিয়ন প্রিকশন ডোজ মজুত রয়েছে । আর সেরাম ইনস্টিটিউটের ৪ বিলিয়ন ডোজ উৎপাদন করার ক্ষমতা রয়েছে ।
এদিকে, করোনার নতুন প্রজাতি XE নিয়ে উদ্বেগ বাড়ছে । এই সপ্তাহেই ভারতের মাটিতে প্রথম XE সন্ধান পাওয়া যায় মুম্বইয়ে । বিদেশ থেকে আসা এক মহিলার দেহে করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল বলে প্রথমে দাবি করেছিল মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুরসভা। কিন্তু সেই দাবি এখনও পর্যন্ত স্বীকার করেনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
মুম্বইয়ের পর গুজরাতেও এই প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে । দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এমনই দাবি করেছে । রাজ্যের স্বাস্থ্যদফতর সূত্রে ওই সংবাদমাধ্যমের কাছে এই খবরের সতত্য স্বীকার করা হয়েছে । যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি ।