প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বক্তৃতায় রাম মন্দির প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, 'এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সময়কাল।'
রাম মন্দির ছাড়াও দেশবাসীর উদ্দেশে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। সমাজের উন্নয়নের জন্য তাঁর অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি বলেন, "নতুন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যা ঐতিহাসিক।"
এর পাশাপাশি মহিলাদের অগ্রগতির বিষয়টিও নিজের ভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মহিলাদের ক্ষমতা দেওয়া হলে শাসন ব্যবস্থা আরও ভালো হবে। এর পাশাপাশি দেশের বিজ্ঞানীদেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।