সুরিনামের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫ জুন সুরিনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁকে ওই সম্মান দেওয়া হয়।
সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকাপর্ষেদ শান্তোকি দ্রৌপদী মুর্মুর হাতে 'The Grand Order of the Chain of Yellow Star' তুলে দেন। এবিষয়ে ভারতের রাষ্ট্রপতি জানিয়েছেন, ওই সম্মান তাঁর কাছে খুবই গর্বের। এবং ১৫০ বছর আগে প্রথম ভারতীয় সুরিনামে গিয়েছিলেন। তাই ওই সম্মান তাঁর কাছে আরও পছন্দের।
তিনি বলেন, "আমি সুরিনামের'The Grand Order of the Chain of Yellow Star' সর্বোচ্চ সম্মান পেয়ে অভিভূত। এটা শুধু আমার কাছেই নয়, সমগ্র ভারতবাসীর কাছেও এই সম্মান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। "