৭৫তম স্বাধীনতা দিবসে দেশের ৭৫টি জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের (DBU) ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। এদিন অনলাইনে ইউনিটের উদ্বোধনের পর ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমজনতা ন্যূনতম ডিজিটাল পরিকাঠামোয় সর্বোচ্চ পরিষেবা পাবেন। ব্যাঙ্কিং ব্যবস্থাকে গরীবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য সরকারের।
প্রধানমন্ত্রী বলেন, "এই পরিষেবার ফলে কাগজপত্র ও অন্য ঝামেলার হাত থেকে রেহাই পাওয়া যাবে। একদিকে যেমন একাধিক সুবিধা পাওয়া যাবে, তেমনই শক্তিশালী ডিজিটাল ব্যাঙ্কিং সুরক্ষাও পাবেন গ্রাহকরা।" প্রধানমন্ত্রী জানান, ব্যাঙ্কিং ব্যবস্থার উন্নতি ও লেনদেনে স্বচ্ছতার জন্য এই পরিষেবা চালু করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানান, ব্যাঙ্কিং ব্যবস্থাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য। গরিব মানুষ ও ব্যাঙ্কের মধ্যে দূরত্ব কমাতে হবে।
আরও পড়ুন: হু-এর পাঠানো তথ্য যথেষ্ট নয় কাশির সিরাপ প্রস্তুতকারী সংস্থাকে দোষী বলার জন্য, জানাল DCGI
প্রধানমন্ত্রী জানান, ডিজিটাইজেশনের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারত নেতৃত্ব দিচ্ছে। একথা বিশ্ব ব্যাঙ্কও মেনে নিয়েছে। প্রযুক্তিতেও সফল অনেক নাগরিকই এই ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত।