২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দিরের রামমূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' উপলক্ষে ১১ দিনের উপবাস শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার, ১২ জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী উপবাস শুরু করার কথা জানালেন দেশের জনগনকে।
ভারতবাসীর উদ্দেশে মোদী জানিয়েছেন, রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক এবং পবিত্র মুহূর্তের সাক্ষী থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। সর্বশক্তিমান সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই ভক্তি কেবল উপলব্ধির বিষয়, একে প্রকাশ করা যায় না। বহু বহু প্রজন্ম যে স্বপ্ন দেখেছে, তাতে বাঁচার সৌভাগ্য হচ্ছে তাঁর।