এক মাহেন্দ্রক্ষণের সামনে উত্তরপ্রদেশের অযোধ্যা। সঙ্গে গোটা দেশ। অপেক্ষা এখন বহু প্রতীক্ষিত রামমন্দিরের দরজা খোলার। এর মধ্যেই আজ, রবিবার অযোধ্যায় চলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে লখনউ থেকে অযোধ্যায় চলে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রথমে ঠিক ছিল, সোমবার মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যায় আসবেন প্রধানমন্ত্রী। কিন্তু কুয়াশা বিভ্রাটের কারণে সূচির বদল হয়েছে। তারজন্য এখন চলছে শেষ বেলার প্রস্তুতি। স্মারক হিসাবে রাজধানী লখনউ সেজেছে আলোর মেলায়।
ইতিমধ্যেই সোমবার অর্ধ-দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। সপ্তাহের প্রথম দিন হলেও, মন্দির উদ্বোধনের জন্য মাত্র দেড় ঘণ্টাই খোলা থাকবে ব্যাঙ্ক। সোমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুজো শুরুর আগে মূর্তির উপর থেকে পর্দা সরিয়ে নেওয়া হবে।