চব্বিশ ঘণ্টায় সারাক্ষণে মোদীর স্বপ্ন দেখেন। নাম না করে বৃহস্পতিবার লোকসভায় রাহুল গান্ধীকে জবাব ফিরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বুধবার এই সদনে দাঁড়িয়ে একজন বলেছিলেন মনের থেকে কথা বলবেন। তাঁর মগজের অবস্থা আগেই জানা ছিল। এবার তাঁর মনে অবস্থাও বোঝা গেল। রাহুলকে কটাক্ষ করতে গিয়ে অমিতাভ বচ্চনের শরাবী সিনেমার একটি গানকে কোট করেন প্রধানমন্ত্রী।
বুধবার রাহুল দাবি করেছিলেন, দেশের প্রধানমন্ত্রী অহঙ্কারী রাবণের মতো। যিনি দু জনের কথা শোনে। বৃহস্পতিবার মোদীর উত্তর, ঠিক লঙ্কা হনুমান জ্বালায়নি, লঙ্কা অহঙ্কারে জ্বলেছিল। তাই আজ চারশো থেকে চল্লিশে নেমে গিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটকেও এদিন কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই জোটে সবাই প্রধানমন্ত্রী হতে চান। তাঁর অভিযোগ, নিজেদের নাম বাঁচাতে দেশকে টুকরো করেছে বিরোধীরা। সেই কারণে, প্রতিটি অক্ষরের আগে একটি করে ডট বসানো হয়েছে। এই নামও চুরি করা হয়েছে এনডিএ থেকে।