রাম মন্দিরের উদ্বোধন করতে অযোধ্যা পৌঁচ্ছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে তাঁর সোজা মন্দিরেই আসার কথা। ১২টা ০৫ মিনিটে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। পাঁচ মিনিট প্রাণ প্রতিষ্ঠার রীতি। অনুষ্ঠান চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। ১টায় অযোধ্যায় জনসভা করবেন মোদী। ২টোয় জনসভা শেষ হবে। ২টো ১০ মিনিটে কুবের টিলায় শিবমন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের ঘটনাকে ঐতিহাসিক বলেই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর দেওয়া চিঠির উত্তরে এই দাবি করলেন প্রধানমন্ত্রী। সোমবার, তাঁর হাতেই অযোধ্যায় রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর বিশ্বাস, এই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এই অনুষ্ঠান দেশের উন্নয়নের যাত্রাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।
রবিবারই অযোধ্যা মন্দির উদ্বোধনের শুভ কামনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। ওই চিঠিতে প্রধানমন্ত্রীর ব্রতপালনের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। সাধুদের পরামর্শ মেনে মন্দির উদ্বোধনের ১১ দিন আগে থেকেই ব্রতপালন করছিলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মহাত্মা গান্ধীর কথাও উল্লেখ করেছেন রাষ্ট্রপতি। তিনি লিখেছেন, রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী। সোমবার রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে।