ভারতীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবে কর্নাটকে তরুণ ভোটারদের ভোটদান। বুধবার দক্ষিণের এই রাজ্যে ভোট শুরুর পরেই এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উন্নয়নের জোয়ারে ভেসে থাকা কর্নাটকে ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল থেকে এখনও পর্যন্ত মোটের উপর শান্তিতেই ভোট হচ্ছে ২২৪ আসনের কর্নাটকে। যেখানে বিজেপির চ্যালেঞ্জ দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা। সকালেই বেঙ্গালুরুর একটি বুথে ভোট দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নিজে ময়দানে না থাকলেও সপরিবারে গিয়ে ভোট দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একদা কর্নাটক বিজেপির পোস্টারবয় বিএস ইয়েদুরাপ্পা।
দক্ষিণের এই রাজ্যের দস্তুর প্রতি পাঁচ বছরে সরকার বদলে ফেলার। সেই ভাবনা থেকেই রাজ্যবাসীর কাছে এবার সরকার বদলের আর্জি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, এই সুযোগ আগামী লোকসভা ভোটের আগে কর্নাটক থেকে বিজেপি ছিটকে ফেলে দেওয়ার। এদিন একদফায় ভোট চলছে রাজ্যের ২২৪ আসনে। পাঁচ বছর আগে রাজ্যে ভোট পড়েছিল মোটের উপর ৭৩ শতাংশ। ইতিমধ্যেই বেশ কয়েকটি বুথ থেকে প্রাথমিক ভাবে ইভিএম বিকলের খবর মিললেও, সেই সমস্যা এখন আর নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই বছরের নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাও বোমাই। ভোটের ময়দানে রয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং এইচডি কুমারস্বামীও।