এক রাস্তাতেই এবার দিল্লি থেকে মুম্বই। আজ, রবিবার ভারতের সবচেয়ে দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আপাতত আংশিক ভাবে এর কাজ শুরু হবে। এই রাস্তাতে দিল্লি থেকে মুম্বই যেতে হবে ১৩৮৬ কিলোমিটার পথ পেরিয়ে। এদেশের এক্সপ্রেসওয়ের ইতিহাসে যা সবচেয়ে বেশি দীর্ঘ। সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। আপাতত দিল্লি থেকে লালসোত পর্যন্ত পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফলে দিল্লি থেকে জয়পুর যেতে এবার সময় লাগবে মাত্র সাড়ে তিনঘণ্টা। যা আগে লাগত পাঁচ ঘণ্টা।
রবিবার যে অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তার দূরত্ব ২৬৪ কিলোমিটার। এই অংশের তৈরিতে খরচ ১২,১৫০ কোটি টাকা। পুরো রাস্তা তৈরি হয়ে গেলে দিল্লি থেকে মুম্বই যেতে দূরত্ব কমে আসবে প্রায় ১২ শতাংশ। এখন দিল্লি থেকে মুম্বই সড়কপথে যাওয়ার দূরত্ব ১৪২৪ কিলোমিটার। নতুন রাস্তায় সেই দূরত্ব কমে হবে ১২৪২ কিলোমিটার।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র - এই ছটি রাজ্যের উপর দিয়ে যাবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে। এই রাস্তার মধ্যেই পড়বে কোটা, ইনদৌর, জয়পুর, ভোপাল, ভাদোদরা এবং সুরাত। দেশের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়েতে লাভবান হবে ১৩টি পোর্ট, ৮টি এয়ারপোর্ট।