ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ । দুই দেশের হিংসার শিকার হচ্ছেন কত নিরীহ মানুষ । বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, নতুন করে আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে । এত হিংসা, এত মৃত্যু দেখে, সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা গান্ধী । কবে মানবতা জাগবে, প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী ।
এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, গাজায় ৭ হাজার মানুষকে হত্যার পরেও হিংস্রতা, রক্তপাত থামেনি। কংগ্রেস নেত্রীর দাবি, সাত হাজারের মধ্যে ৩ হাজারই ছিল শিশু । তিনি জানান, এমন কোনও আন্তর্জাতিক আইন বাকি নেই যা উ করা হয়নি । এমন কোনও সীমা নেই যা অতিক্রম করা হয়নি । এমন কোনও নিয়ম নেই যা লঙ্ঘন করা হয়নি । তাঁর প্রশ্ন, "মানবতা কবে জেগে উঠবে? আর কত প্রাণ যাবে, কত সন্তানকে বিসর্জন দিতে হবে ?"
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলের মোট ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে । তারই প্রতিশোধ নিয়ে একের পর একে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইজরায়েল । বৃহস্পতিবারই এক সাংবাদিকের গোটা পরিবার বিমান হামলায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ।