বারাণসীর জ্ঞানব্য়াপী মসজিদে পাওয়া গিয়েছে শিবলিঙ্গ। সার্ভে চলার মাঝেই গত মঙ্গলবার এই দাবি করেছিলেন এক আইনজীবী। সেই দাবিকে কটাক্ষ করে ওই দিন রাতেই ফেসবুকে একটি পোস্ট লিখেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হিন্দু কলেজের অধ্য়াপক রতন লাল। ওই পোস্টের মধ্যে বিদ্বেষের বীজ পোঁতা আছে। এই অভিযোগে শুক্রবার ওই অধ্যাপককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লির এক আইনজীবীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে রতন লালকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে উত্তর দিল্লির সাইবার থানা, অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে।
বিশেষজ্ঞ মহলের দাবি, বারাণসীর জ্ঞানব্য়াপী মসজিদ এখন আলোচনার কেন্দ্রের। রোজই কিছু না কিছু খবর মিলছে এই মসজিদকে কেন্দ্র করে। তার মধ্যে হিন্দু কলেজে ইতিহাসের অধ্য়াপকের গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শিবলিঙ্গ পাওয়াকে কটাক্ষ করে নয়, ফেসবুকে তাঁর পোস্ট ছিল তাঁর পর্যবেক্ষণকে মাথায় রেখে। এমনটাই দাবি গ্রেফতার অধ্য়াপক রতন লালের। তিনি নিজে একজন ইতিহাসবিদ, এমনটাই দাবি রতন লালের। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কোনও বিষয়ে মন্তব্য করার অর্থ কোনও সম্প্রদায়কে আঘাত করা নয়।
গত মঙ্গলবার রতন লালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। ওই আইনজীবীর অভিযোগ, শিবলিঙ্গ নিয়ে যে পোস্ট অধ্যাপক করেছেন, তা আপত্তিজনক এবং বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্যে লেখা। অধ্যাপকের এই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ কাজের জন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি।