তাঁর কাছে যা ছিল, সবই আইনি। তবুও পুলিৎজার জয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে দেশ ছাড়তে না দেওয়ার অভিযোগ অভিবাসন দফতরের বিরুদ্ধে। দিল্লি বিমানবন্দরের এই ঘটনায় টুইট করে নিজের ক্ষোভ জানিয়েছেন ২৮ বছরের এই চিত্র সাংবাদিক। অভিযোগ, বৈধ সবকিছু থাকা সত্ত্বেও তাঁকে প্যারিস যেতে বাধা দেওয়া হয়েছে।
এই বছরের মে মাসে পুলিৎজার পান সংবাদসংস্থা রয়টার্সের শ্রীনগরের চিত্র সাংবাদিক সানা। ভারতের কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ছবি তুলে এই পুরস্কার পেয়েছেন তিনি। সানা জানিয়েছেন, প্যারিসে তাঁর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। অভিযোগ এই ব্য়াপারে পরিষ্কার করে তাঁকে কিছু জানানো হয়নি।
যদি জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, উপত্যকার বেশ কয়েক জন সাংবাদিকের উপরে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্য়ে রয়েছে সানার নাম। তাই তাঁকে ফ্রান্স যাওয়ার পথে আটকানো হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।