কোল আলো করে পুত্রসন্তান এসেছে প্রয়াত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মায়ের কাছে। এই আনন্দের সময়ে মুসেওয়ালা পরিবারকে হেনস্তার অভিযোগ আনলেন গায়কের বাবা।
সিধু মুসেওয়ালার বাবার অভিযোগ, তাঁদের সদ্যোজাত সন্তানের জন্ম আদৌ আইনসম্মত কি না, এই প্রশ্নই তুলেছে পঞ্জাব সরকার। এমনকি ৫৮ বছর বয়সি সিধু মুসেওয়ালার মা চরণ কৌর কী ভাবে মা হলেন তা নিয়েও জবাবদিহি চেয়েছে কেন্দ্র।
আরও পড়ুন - SBI-এর অফিস কলকাতা থেকে মুম্বই ? মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও-এর
কেন জবাবদিহি চেয়েছে কেন্দ্র?
সিধুর জন্মের দু'বছর পর IVF পদ্ধতিতে মা হয়েছেন সিধুর মা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী, এই পরিষেবা বিবাহিত দম্পতি ও সিঙ্গল মহিলা ২১ থেকে ৫০ বছর পর্যন্ত গ্রহণ করতে পারবেন। আর পুরুষরা ২১ থেকে ৫৫ বছর। কিন্তু মুসেওয়ালা পরিবারের দু'জনেই নির্ধারিত বয়স পার করে ফেলেছেন। সেই কারণেই প্রশ্ন তুলেছে কেন্দ্র।