জুনিয়রদের নাচ দেখানো, গান করে শোনানোর জন্য জোর করার অভিযোগে ৮০ জন পোস্ট গ্র্যাডুয়েট বা স্নাতকোত্তর ছাত্রীকে ১ সপ্তাহের জন্য তেলেঙ্গানা বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে ।
ওয়ারঙ্গল জেলার কাকাতিয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর কোর্সের কিছু শিক্ষার্থী ১৮ ডিসেম্বর তাদের জুনিয়রদের আলাপচারিতা, ওরিয়েন্টেশন অনুষ্ঠানের পর ফের ইন্ট্রো দিতে বলে, অভিযোগ এমনটাই। জুনিয়ররা এতে রাজি না হয়ে , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। এরপরেই ওই ৮০ জনকে সাসপেন্ড করা হয় বলে খবর।