ভারতীয় সংসদে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার আগেই বিজেপির বিরুদ্ধে এবার শেয়ার বাজার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন রাহুল। তাঁর দাবি, চার তারিখ শেয়ার বাজারে ধসের তদন্ত যৌথ সংসদীয় কমিটি তৈরি করতে হবে। তাঁর অভিযোগ, ভারতের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে।
নির্বাচনের মধ্যেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বারেবারে দাবি করেছিলেন শেয়ার বাজার অন্য মাত্রা ছুঁতে চলেছে। তাই দেশের প্রতিটি মানুষের কাছে শেয়ার বাজারে বিনিয়োগের অনুরোধ করেছিলেন। বৃহস্পতিবার দিল্লিতে রাহুলের অভিযোগ, চার তারিখ ভোটের ফল ঘোষণার দিন শেয়ার বাজারে ঠিক উল্টো হয়েছে। তাতে ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ কোটি টাকা।
রাহুলের দাবি, ভুয়ো বুথ ফেরত সমীক্ষা করে শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের প্রভাবিত করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাঁদের পাশাপাশি এই ঘটনার পিছনে আদানির হাত থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।