মণিপুর হিংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী মনে করেন, মণিপুর ভারতের অংশ নয়। বিজেপিকে 'দেশদ্রোহী' বলেও কটাক্ষ রাহুলের।
রাহুল গান্ধী বলেন, "ভারত আমাদের মানুষের আওয়াজ। মানুষের মনের আওয়াজ। ওই আওয়াজের হত্যা মণিপুরে হয়েছে। ভারতমাতার হত্যা হয়েছে মণিপুরে। আপনারা দেশদ্রোহী। আপনারা দেশভক্ত নন।"
আরও পড়ুন: 'মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি', অনাস্থা বিতর্কে তোপ রাহুল গান্ধীর