Rahul Gandhi : বদলে গেল টুইটার বায়ো, নিজের কী পরিচয় দিলেন রাহুল গান্ধী ?

Updated : Aug 08, 2023 00:04
|
Editorji News Desk

সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi ) । এবার বদলে ফেললেন টুইটারের বায়ো । চার মাস আগে যেখানে লেখা ছিল, 'ডিসকোয়ালিফায়েড সাংসদ' । এদিন, সেই জায়গায় দেখা গেল লেখা রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ লোকসভার সদস্য । উল্লেখ্য, সোমবারই প্রায় ১৩৬ দিন পর সংসদে ফিরেছেন কংগ্রেস নেতা  ।

মোদী পদবি অবমাননা মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত । দুই বছরের জেল হয় তাঁর । যার জেরে সাংসদ পদ খারিজ হয়েছিল তাঁর । সেইসময় নিজের টুইটারের বায়ো বদলে দিয়েছিলেন রাহুল গান্ধী । সেখানে লেখা ছিল, এটি রাহুল গান্ধীর অফিশিয়াল অ্যাকাউন্ট। তিনি জাতীয় কংগ্রেসের সদস্য । তারপরেই লেখা ডিস্‌’কোয়ালিফায়েড এমপি । 

আরও পড়ুন, Rahul Gandhi : ১৩৬ দিন পর ফের সংসদে রাহুল গান্ধী, হাসিমুখে সনিয়া, জনপদে শুরু উৎসব
 

তবে, সম্প্রতি, সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে । তাই সোমবার ফের সংসদে দেখা গেল রাহুলকে । লোকসভার স্পিকার ওম বিড়লা নির্দেশে এদিন ফের ওয়াইনাডের প্রতিনিধি হলেন রাহুল । রাহুলের ফিরে আসায় খুশি ইন্ডিয়া জোট (INDIA)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দফতরেই শুরু হয়ে যায় রাহুলের সংসদে ফেরার উৎসব। পাশাপাশি রাহুলের টুইটারের বায়োতে 'ডিস্‌’কোয়ালিফায়েড এমপি'-র জায়গায় আবারও লেখা হল মেম্বার অফ পার্লামেন্ট ।

গত শুক্রবারই মোদী মামলায় সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। রাহুলের এই স্বস্তির দিনে পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন রাহুলের মুক্তিতে ইন্ডিয়ার শক্তি বৃদ্ধি পেল।

RAHUL GANDHI

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর