ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার ইন্ডিয়া বৈঠকের ফাঁকে তিন আন্তর্জাতিক সংবাদপত্রের খবরকে হাতিয়ার করে এই দাবি জানিয়েছেন ওয়াইনাডের সাংসদ। এই ব্যাপারে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
রাহুলের অভিযোগ, জি-টোয়েন্টি বৈঠকের আগে আন্তর্জাতিক সংবাদপত্রে আদানিকে নিয়ে প্রকাশিত রিপোর্টের পর ভারতীয় এই ব্যবসায়ীকে আর আড়াল করার কিছু নেই। রাহুল মনে করেন, এবারও যদি প্রধানমন্ত্রী চুপ করে থাকেন, তাহলে জি-টোয়েন্টি বৈঠকের আগে এই ঘটনা বিশ্বের মঞ্চে ভারতের মাথা হেঁট করে দেবে।
আরও পড়ুন : বছর ঘুরতেই ৪০ % মূলধন কমল এলআইসি-র, কংগ্রেসের নিশানায় মোদী-আদানি
সেপ্টেম্বরর প্রথম সপ্তাহে দিল্লিতে বসছে জি-টোয়েন্টির বৈঠক। তার আগে তিন আন্তর্জাতিক সংবাদপত্রে অভিযোগ করা হয়ে মোদী-আদানি যোগের। ওই তিন সংবাদপত্র অভিযোগ করে, দুই বিদেশিকে কাজে লাগিয়ে ভারতীয় শেয়ার বাজারে প্রভাব খাটিয়েছিলেন গৌতম আদানি।
রাহুল গান্ধীর অভিযোগ, ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করার পিছনে ছিলেন গৌতম আদানির ভাই বিনোদ আদানি। বিনোদ-ই এই ঘটনার মাস্টারমাইন্ড বলেই অভিযোগ রাহুলের।
কংগ্রেস সাংসদের দাবি, যে তিনটি সংবাদপত্রে এই অভিযোগ করা হয়েছে, তাদের খবরকে গুরুত্ব দিয়েই বিচার করে পাঠককুল। এরপরেও কেন প্রধানমন্ত্রী এই খবরকে গুরুত্ব দিচ্ছেন না, তাতেই অবাক হতে হচ্ছে।
এমনকী যে সেবি চেয়ারম্যান একসময় গৌতম আদানিকে ক্লিনচিট দিয়েছিলেন, তিনি আজ আদানির সংস্থার অন্যতম ডিরেক্টর বলেই জানিয়েছেন রাহুল গান্ধী।