ভারত জোড়ো ন্যায়যাত্রার নেতৃত্ব দিতে আপাতত অসমে রাহুল গান্ধী। একটি মন্দিরে যেতে গিয়ে বাধার মুখে পড়লেন রাহুল গান্ধী। অসমের নাগাও এলাকায় বাতদ্রব থান নামে একটি মন্দিরে যান রাহুল গান্ধী। তবে পুলিশ রাহুলকে আটকে দিয়েছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো দুপুর ৩টে পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এরপরই মন্দিরের বাইরে রাহুল-সহ কংগ্রেস নেতারা ধরনায় বসেন।'
মন্দিরে প্রবেশে বাধা পাওয়ার পর রাহুল জানান, "আপনারাই অনুমতি দিয়েছিলেন। এখন বলছেন ভিতরে যাওয়া যাবে না। আমি কী এমন অপরাধ করেছি, যে আমি মন্দিরে ঢুকতে পারব না!"
সম্প্রতি অসমে রাহুল গান্ধীর বাস ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান তোলে কয়েকজন যুবক। বিজেপির দাবি, রাহুল গান্ধী সেই স্লোগান শুনে বাস থেকে বেরিয়ে আসেন।