শ্রীনগরের ঐতিহাসিক লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার কাশ্মীরে শেষ হবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)।
রবিবার শ্রীনগরে মৌলানা আবুল কালাম আজাদ রোডে প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ৩০ মিনিট বিরতি নেন কংগ্রেস নেতা। এরপরই লাল চকে যান তিনি। স্থানীয় ভাষায় ওই লাল চকের ক্লক টাওয়ারকে বলা হয় ঘণ্টা ঘর। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতারা।
আরও পড়ুন: আবর্জনার স্তূপ বন্দে ভারত! বদলে ফেলা হল সাফাই ব্যবস্থা
রাহুল গান্ধীর এই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। ১০ মিনিট ঘণ্টা ঘরে উপস্থিত ছিলেন রাহুল। শনিবার থেকেই লাল চকের উদ্দেশে সব গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়। নিরাপত্তার জন্য দোকান, বাজারও বন্ধ রাখা হয়।
কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে জানান, সোমবার লাল চকে জাতীয় পতাকা উদ্বোধন করার কথা ছিল রাহুল গান্ধীর।