উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে আবারও বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এবার প্রধানমন্ত্রীকে তোপ দাগতে গিয়ে রাহুল টেনে আনলেন অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের নাম। যা নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে বিতর্ক।
গত ২২ জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছে রামমন্দির। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন, প্রয়াগরাজে ভাষণ দিতে গিয়ে রাহুল জানান, গোটা দেশ রামমন্দিরের উদ্বোধনের ছবি দেখেছে। কিন্তু একজনও কী তফসিলি, উপজাতি কিংবা ওবিসি সম্প্রদায়ের কোনও মুখ দেখেছেন? সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনরা। তাঁদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
রাহুল গান্ধীর এমন মন্তব্যে তৈরি বিতর্ক। মোদীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে তিনি যেভাবে বিগ বি এবংতাঁর পুত্রবধূর নাম টেনেছেন, তাতে সোশাল মিডিয়ায় অনেকেই আপত্তি প্রকাশ করেছেন।