আজ নিউ ইয়ার । নতুন একটা বছর, নতুন কিছু শুরু । নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে চলছে সেলিব্রেশন । তবে, ২০২৩-এর শেষ দিনটাও জমিয়ে উপভোগ করতে ছাড়েনি কেউ । কিন্তু, বছরের শেষ দিন কেমনভাবে কাটিয়েছেন রাহুল গান্ধী জানেন ? না, কোনও রাজনৈতিক সভা কিংবা কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে । বরং, হাতে খুন্তি, হাতা নিয়ে পাকা রাঁধুনির মতো রান্নাবান্না করতে দেখা গেল কংগ্রেস নেতাকে । তাঁকে সঙ্গে দিয়েছেন মা সনিয়া গান্ধীও ।
সম্প্রতি, রান্নার ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন রাহুল । সেখানেই দেখা গেল, মা-ছেলের জুটি ব্যস্ত কমলালেবুর আচার বানাতে । প্রথমেই, নিজেদের বাগান থেকে তাজা কমলালেবু তুলে আনেন । তারপর শুরু হয় অরেঞ্জ মার্মালেড বানানো। বোন প্রিয়াঙ্কার রেসিপি । রান্না করতে করতেই বিভিন্ন বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে চলতে থাকে কথাবার্তাও । যেমন রান্নাঘরে মজার ছলে রাজনীতির প্রসঙ্গও তুলে অনেছেন রাহুল গান্ধী । শোনা গেল, মা-কে তিনি বলছেন, বিজেপি সমর্থকরাও চাইলে এই মার্মালেড পেতেই পারেন । সনিয়ার উত্তর, 'ওরা এই মার্মালেড আমাদের দিকে ছুড়ে ফেলে দেবে।'
বিয়ের পর ভারতে এসে এখানকার রুচি, খাওয়া-দাওয়া মানিয়ে নিয়ে প্রথম প্রথম সনিয়ার কতটা কষ্ট হত, তারও স্মৃতিচারণ করেছেন কংগ্রেস নেত্রী । সনিয়াকে বলতে শোনা যায়, যখন ভারতে এসেছিলেন, তখন, এখানকার খাদ্যাভাসের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল । কিন্তু, এখন তাঁর প্রিয় খাবারই হল 'ডাল, চাওয়াল' । কথার ফাঁকে ফাঁকেই মার্মালেডের দিকেও নজর রাখছিলেন রাহুল ।