সারা ভারত মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এবার নেট পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর এর পরেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
কী বললেন রাহুল গান্ধী?
এদিন সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। তিনি বলেন, "উনি (পড়ুন নরেন্দ্র মোদী) চুপ করে রয়েছেন কারণ উনি ভেঙে পড়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রীর মূল বিষয় হল স্পিকার নির্বাচন করা। তাঁর কাছে NEET-এর দুর্নীতি কোনও বড় বিষয়ই নয়। তাঁর লক্ষ্য এখান থেকে আমার সরকার পিঠ বাঁচিয়ে চলুক। এবং স্পিকার তৈরি করে নিক। সেটাই তাঁর এখন মূল লক্ষ্য। আমাদের কাছে একজন সরকার রয়েছে, একজন প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। এবং তিনি সরকার চালাতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে। কারণ তিনি যেভাবে সরকার চালাচ্ছেন তাতে সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছেন। সেকারণে সাধারণ মানুষ কথা বলতে পারছে না। এমনকি বারাণসীতেও তাঁর কনভয় লক্ষ্য করে চটিও ছোড়া হয়েছে।"
এদিকে নেট বাতিল নিয়েও আগেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের।