পিছিয়ে থাকা মানুষদের ভোট পেতে মরিয়া কংগ্রেস (Rahul Gandhi)। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই জাতি সমীক্ষার সিদ্ধান্ত নিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)। কমিটির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকি এই সিদ্ধান্তকে তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত বলেও দাবি করেন। তাঁর কথায়, 'গরিব মানুষের উন্নয়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক।'
সোমবার নির্বাচন কমিশন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি প্রকাশ করেছে। এরপরেই রাহুল গান্ধী একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি ধন্যবাদ বলেন, 'যে রাজ্যে মুখ্যমন্ত্রীরা জাতি সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের ধন্যবাদ। এই সিদ্ধান্তকে সমর্থন করেছে ওয়ার্কিং কমিটি।'
আরও পড়ুন - পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের, কোথায়, কবে ভোট, গণনা কবে জানুন
সোমবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ বাকি সদস্যরা। ওই বৈঠকে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি সমীক্ষা নিয়ে আলোচনা করা হয়।