INDIA জোটের সভায় থাকছেন না রাহুল গান্ধী। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, আচমকা শরীর অসুস্থ হয়ে পড়ায় জনসভায় থাকবেন না রাহুল। কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এই বৈঠকে সভাপতিত্ব করবেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, "সাতনায় জনসভা ও রাঁচিতে INDIA জোটের জনসভার জন্য প্রস্তুত ছিলেন রাহুল গান্ধী। কিন্তু আচমকা শরীর খারাপ হওয়ায় থাকতে পারছেন না তিনি। তাঁর পরিবর্তে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সূত্রে খবর, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারেও থাকবেন না রাহুল গান্ধী।