জামিন পেলেন রাহুল গান্ধী। এবছর লোকসভা নির্বাচনে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ফলাফল মোটের উপর ভালোই। শুক্রবার ,বেঙ্গালুরুর বিশেষ আদালত থেকে মানহানির মামলায় জামিন পেলেন রাহুল। বিজেপির কর্ণাটক ইউনিটের দায়ের করা একটি মামলায় কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেয়েছেন রাহুল।
WBCS Exam: হাইকোর্টের OBC-রায়ে আপত্তি, থেমে গেল WBCS পরীক্ষার প্রক্রিয়া
২০২৩ সালের প্রচারের সময়, রাহুল অভিযোগ করেছিলেন বাসবরাজ বোম্বাইয়ের সরকার বিজেপিকে ৪০% কমিশন দিত। এর জেরে, বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ৪০ শতাংশের সরকার বলে কটাক্ষও করেন রাহুল। এবার সেই মামলাতেই জামিন পেলেন তিনি।