মিজোরামে ভেঙে পড়ল নির্মীয়মাণ রেলসেতু। বুধবারের এই ঘটনায় কমপক্ষে ১৭ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েক জন বাঙালি শ্রমিক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
টুইট করে দুর্ঘটনার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি জানিয়েছেন, জোরকদমে চলছে উদ্ধারের কাজ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মিজরাম সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
সংবাদসংস্থার দাবি, এদিন সকাল দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই ভেঙে পড়ে নির্মীয়মাণ রেল সেতু। ফলে ৩০ থেকে ৪০ জন শ্রমিক ওই ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়েন। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
মালদহ থেকে বেশ কয়েক জন শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।