ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ব্যাপারে দ্রুতই রিপোর্ট পেশ করা হবে। কী ভাবে এই দুর্ঘটনা, তা নিয়ে রেল এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের বিস্তর ফারাক দেখা গিয়েছে। রাত পর্যন্ত স্পষ্ট হয়নি এই ঘটনার মূল কারণ কী। কারণ, ঘটনাস্থলের উদ্ধারে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, হাওড়ার দিকে আসা বেঙ্গালুরু এক্সপ্রেসর পিছনের চারটে বগি প্রথমে বেলাইন হয়ে পাশের ট্র্যাকে উঠে যায়। ওই ট্র্যাক দিয়ে এসেই বেলাইন বগিকে ধাক্কা মারে আপ করমণ্ডল এক্সপ্রেস। সেই কারণেই চেন্নাইয়ের দিকে যাওয়া ট্রেনটির সামনে পাঁচটি কামরা ভেঙে দুমড়ে যায়।
হাসপাতালে আহতরা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা বিকট শব্দের সঙ্গে ঝাঁকুনি অনুভব করেছিলেন। মূলত করমণ্ডল এক্সপ্রেসের গতির অভিঘাতেই লাইনের উপর পড়ে থাকা হাওড়ার দিকে আসা বেঙ্গালুরু এক্সপ্রেসের দুটি কামরা ছিটকে মালগাড়ির গায়ে গিয়ে ধাক্কা মারে। ফলে বাহানাগা হল্ট স্টেশনের পাশের একটি খালের ধারে ছিটকে পড়ে মানুষজন।
মূলত পরিযায়ী শ্রমিক এবং বাংলা থেকে চিকিৎসার জন্য রোগীদের নিয়ে শালিমার থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। চার ঘণ্টার মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।