জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য তিথিতে পুরীর ধামে তিল ধারণের জায়গা নেই। লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে এই মহা পুণ্য স্নান দর্শনে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন এই স্নানযাত্রা দর্শনে। এদিকে চলছে তীব্র তাপপ্রবাহ। পুরীর মহোৎসবে হিট স্ট্রোকে এদিন মৃত্যু হয় এক ভক্তের। তাঁর বাড়ি রাজস্থান। ৪৭ বছরের আম্বালাল লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন। এরপর স্বেচ্ছাসেবকরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Jagannnath Snan Yatra 2023: লাখো ভক্তের সমাগমে পুরীতে সম্পন্ন জগন্নাথ দেবের স্নানযাত্রা
উল্লেখ্য, প্রতিবছর রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয় । গানে প্রার্থনায় ১০৮টি সোনার কলসের জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম , সুভদ্রার বিগ্রহ। শাস্ত্র মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। কথিত আছে, যদি কেউ ভক্তিসহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তাঁর পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয়, এরপর জ্বর আসে তিন ভাইবোনের। এরপর দিন ১৫ বন্ধ থাকে মন্দির।