ঘর বাঁধতে চেয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন ১৭ বছরের এক দলিত তরুণী। পথে ওই যুগল সাহায্য চেয়েছিলেন কয়েকজন অপরিচিত যুবকের কাছে। অভিযোগ, সাহায্য করার নামে ওই তিন যুবক গণধর্ষণ (Gang rape of Minor Dalit Girl) করে তরুণীকে। বেধরক মারধর করা হয় তাঁর প্রেমিককেও।
আজমেরের বাসিন্দা ওই যুগল শনিবার বাড়ি থেকে পালান। রাতে যোধপুরে পৌঁছে একটি গেস্ট হাউস ভাড়া নেন। অভিযোগ, গেস্ট হাউসের কেয়ারটেকার ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করলে তাঁরা বেরিয়ে আসতে বাধ্য হন। রাতে পথে পথে ঘুরছিলে। পওটা চৌরাহা নামে একটি জায়গায় তিনজন যুবকের সঙ্গে দেখা হয় তাঁদের। সবকিছু জেনে ওই যুবকরা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ভোর ৪টে নাগাদ তাঁদের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসের হকি মাঠে নিয়ে আসে। অভিযোগ, এখানে প্রেমিককে বেধরক মারধর করে বেঁধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে পালা করে ধর্ষণ করা হয়। প্রাতঃভ্রমণকারীরা এলে ওই তিনজন অভিযুক্ত পালিয়ে যায়।
Sharad Pawar: বিরোধী ঐক্যের বৈঠক : বেঙ্গালুরুতে প্রথমদিনে গরহাজির থাকতে পারেন শরদ পাওয়ার
প্রাতঃভ্রমণকারীরাই পুলিশে খবর দেন। স্কোয়াড ও ফরেন্সিক টিম আসে। দ্রুত গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। পালাতে গিয়ে দু'জনের পা এবং একজনের হাত ভেঙে যায়। গ্রেফতার করা হয় গেস্ট হাউজের কেয়ারটেকারকেও।
বিষয়টি জেনেই পুলিশের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অভিযুক্তদের কড়া শাস্তির নির্দেশ দেন তিনি।