ভুল টিকিট নিয়ে ট্রেনে ওঠায় ধমক দিয়েছিলেন টিকিট পরীক্ষক। তাতেই খেপে গিয়ে সার্ভিস রিভলভার বের করে পর পর গুলি চালালেন এক যাত্রী! বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে।
এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে কেউ আহত হননি। গুলি চলার ঠিক পরেই কর্তব্যরত আরপিএফ কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। ট্রেন কোডারমা স্টেশনে পৌঁছলে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় ধানবাদ থেকে ট্রেনে ওঠা ওই ব্যক্তিকে।
জানা গিয়েছে, ওই যাত্রীর নাম হরবিন্দর সিংহ। বয়স ৪১ বছর। তাঁর কাছে হাওড়া থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের টিকিট ছিল। কিন্তু তিনি শিয়ালদহ থেকে দিল্লিগামী ট্রেনে উঠেছিলেন৷ ধৃত ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত।
Hamas Palestine Conflict: কোন নীতিতে প্যালেস্টাইনকে সমর্থন ভারতের? কী জানাল বিদেশ মন্ত্রক
অভিযুক্ত জওয়ান রাজধানী এক্সপ্রেসের বি-৭ ও বি-৮ কামরার মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। কর্তব্যরত টিটিই তাঁর টিকিট দেখতে চাইলে শুরু হয় বচসা। সঠিক টিকিট দেখাতে না পারায় টিকিট পরীক্ষক তাঁকে জরিমানা করেন৷ এরপরই সার্ভিস রিভলভার বের করে গুলি চালান অভিযুক্ত।