রাম মন্দিরের দরজা খুলল। অযোধ্যায় মন্দিরে ঢোকার জন্য মধ্যরাত থেকেই ভিড় করেছিলেন পূণ্যার্থীরা। এদিন সকালে প্রথম দরজা খোলার পর হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ জানিয়েছে, মূল গেটে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তিও হয়েছে। তবে বেলা গড়াতে তা স্বাভাবিক হয়ে যায়।
অনেক পূণ্যার্থী জানিয়েছেন, রামলালাকে দেখার জন্য তাঁরা ভোর তিনটে থেকে এসে মন্দিরে লাইন দিয়েছিলেন। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে শুরু দিনেই লাখো ভক্তের সমাগম হয়েছিল বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের।
তাদের ওয়েব সাইট থেকে জানা গিয়েছে, সকাল সাতটা থেকে মন্দির বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা রয়েছে। আবার দুপুরে ২টো থেকে খুলবে মন্দির। আরতির পর সন্ধ্যায় বন্ধ হবে মন্দির।