বেঙ্গালুরু বিস্ফোরণে অভিযুক্ত মুজাম্মিল শরিফ কলকাতা ঘুরে চেন্নাই পৌঁছতেই গ্রেফতার হয়েছিল গোয়েন্দাদের হাতে। তারপরেই সতর্ক হয়ে যায় জঙ্গিরা। আরও দুই অভিযুক্ত আবদুল মাথিন আহমেদ ত্বহা এবং মুসাভির হুসেন শাজিবের কাছে খবর পৌঁছে যায় যে, কলকাতাও আর নিরাপদ নয়। এই দুজনকেই নিউ দিঘা থেকে গ্রেফতার করেছে এনআইএ।
রামেশ্বরম কাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই জঙ্গি ত্বহা এবং শাজিব কলকাতার ধর্মতলায় একটি হোটেলে আশ্রয় নিয়েছিল। তাদের টাকা দিয়ে গিয়েছিল মুজাম্মিল। চেন্নাইতে সে গ্রেফতার হতেই ত্বহা এবং শাজিব চলে যায় একবালপুরের এক অতিথিশালায়।
West Bengal Weather Update: কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, আপাতত গরম থেকে রেহাই নেই!
কলকাতা ছাড়ার নির্দেশ পেয়ে তারা হাওড়া থেকে দিঘার ট্রেন ধরে। ২৮ মার্চ থেকে গ্রেফতার হওয়া পর্যন্ত কাঁথি, দিঘার একাধিক হোটেলে লুকিয়ে ছিল তারা।
১০ থেকে ২৮ মার্চের মধ্যে কলকাতা থেকে একবার দার্জিলিং যায় দুই জঙ্গি। একবার পুরুলিয়া হয়ে রাঁচিও যায় তারা। গোয়েন্দাদের সন্দেহ, নেপাল বা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল তারা।