ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় (Maynaguri Train Accident) আহতদের দিকে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রেড ভলান্টিয়ার্স (Red Volunteers) সদস্য ও পার্টি কর্মীদের নির্দেশ দিল সিপিএম (CPIM)। ভয়াবহ দুর্ঘটনায় আহতদের জন্য প্রয়োজন রক্ত। রক্তের জোগানে যাতে ঘাটতি না হয়, আশেপাশের সমস্ত হাসপাতালে রক্তদাতাদের নিয়ে যাওয়ারও নির্দেশ পাঠিয়েছে আলিমুদ্দিন।
ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী
রেড ভলান্টিয়ার্সদের ফোন নম্বর-সহ নামের তালিকা বৃহস্পতিবার সন্ধে থেকেই ফরোয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়র অসংখ্য গ্রুপে, হোয়াটসঅ্যাপে। দুর্ঘটনার পরেই জলপাইগুড়ি ও সংলগ্ন জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরেই পার্টির সদস্য ও কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়।
করোনা (Coronavirus) পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে রেড ভলান্টিয়ার্স দল গঠন করে সিপিএম। রাজ্যের সব প্রান্তেই পার্টির ছাত্র-যুবদের নিয়ে এই দল গঠন করা হয়। দলের সদস্যরা করোনার দ্বিতীয় ঢেউ থেকেই কোথাও রোগীদের অক্সিজেন পৌঁছে দিয়েছেন, কোথাও প্রয়োজনীয় খাবার-দাবার কিংবা ওষুধ। পাড়া পাড়ায় দিয়ে স্যানিটাইজেশনের কাজও করেছেন রেড ভলান্টিয়ার্সরা।