আবার সে আসিবে ফিরিয়া! ফের ভারতের বাজারে আসতে চলেছে 'ক্যাম্পাকোলা' (Campa Cola)! সূত্রের খবর, উৎসবের মরসুমে সেই ব্র্যান্ড ফিরছে রিলায়্যান্স রিটেলের (Reliance retail) হাত ধরে। সে ক্ষেত্রে কোকাকোলা এবং পেপসির সঙ্গে জোর টক্কর হতে চলেছে তাদের। নরম পানীয়ের বাজার ধরতে নস্টালজিয়ায় পুঁজি মুকেশ আম্বানির (Reliance acquired Campa Cola) সংস্থার।
উল্লেখ্য, একসময় 'ক্যাম্পাকোলা' (Campa Cola) ছিল 'কোকাকোলা'র উদ্দেশে ভারতের উত্তর। সাড়ে তিন যুগ আগের বিশ্বায়ন পূর্ববর্তী ভারতে তরুণ প্রজন্মকে বেশ মজিয়েছিল ভারতে তৈরি এই নরম পানীয়। থাম্বস আপ, লিমকা, গোল্ড স্পটের মতই নিজস্ব একচেটিয়া বাজারও ছিল তার। কিন্তু, বিশ্বায়ন পরবর্তী সময়ে ভারতের বাজারে কোকাকোলার ক্রমশ রমরম করে ওঠার ব্যবসার সঙ্গে পাল্লা দিতে না পেরে পাততাড়ি গুটোতে হয়েছিল দিল্লির পিয়োর ড্রিঙ্কস গ্রুপের তৈরি এই নরম পানীয়কে। অরেঞ্জ ও লেমন ফ্লেভারের পানীয়ও তৈরি হত এই ব্র্যান্ডের নামে।
আরও পড়ুন: সুকেশ চন্দ্রশেখর সম্পর্কে সবকিছু জানতেন জ্যাকলিন, আদালতকে জানালেন ইডি আধিকারিকরা
পার্লের ব্র্যান্ডগুলিকে কিনে নেয় কোকাকোলা। আর ক্যাম্পার ব্যবসা বন্ধই হয়ে যায়। একাধিক বার ফিরে আসার চেষ্টা করলেও তা সফল হয়নি। শেষ চেষ্টা হয়েছিল ২০১৯ সালে। কিন্তু পুঁজির অভাবে সে বারও ব্যবসা গুটিয়ে গিয়েছে। সম্প্রতি রিলায়্যান্স রিটেলের মাধ্যমে স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের ব্যবসা শুরুর কথা ঘোষণা করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) শিল্প গোষ্ঠী। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে তারা।
অক্টোবরে দীপাবলির সময়ে ফের তিনটি পানীয়ের বাজারে আসার কথা।