দেশজুড়ে স্তব্ধ জিও নেটওয়ার্ক। দেশের অন্যতম টেলিকমিউনিকেশন সংস্থার অনলাইন আউটেজ হয়েছে। যার ফলে দেশজুড়ে ব্যবহারকারীদের ইন্টারনেট, কলিং, মেসেজিং পরিষেবা বিঘ্নিত হয়েছে। এখনও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি জিও।
সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল বা ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ হচ্ছে না। জিও ইন্টারনেট থেকে হোয়াটসঅ্য়াপ, ইনস্টাগ্রাম, ইউটিউব ও অন্য কোনও অ্যাপ চলছে না। ডাউন ডিটেকটরের মাধ্যমে জানা গিয়েছে, ৫৪ শতাংশ অভিযোগ মোবাইল ইন্টারনেট ইস্যু নিয়ে। ৩৮ শতাংশ অভিযোগ জিও ফাইবার নিয়ে।